পানিতে ডুবে দুই জেলায় ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে মোরসালিন খান (৪) এবং মোরসালিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পিরোজপুর: কাউখালীতে আজ শনিবার (৪ মে) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামে এ ঘটনা ঘটে। মোরসালিন একই গ্রামের নুরুজ্জামান খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দুপুরে হঠাৎ জোয়ারের পানিতে বাড়ির পাশে ডোবা ভরে যায়। সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে ওই ডোবায় পড়ে যায় মোরসালিন। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুরে আজ শনিবার ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভারী বর্ষণে জলাবদ্ধতায় ডুবে মোরসালিন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত মোরসালিন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

সাইফুল ইসলাম জানায়, ঘূর্ণিঝড় ফণীর কারণে শুক্রবার থেকে ভারী বর্ষণের কারণে বাড়ির পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ শনিবার আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে বের হয় মোরসালিন। এরপর বাড়ির পাশের জলাবদ্ধতা থেকে মোরসালিনের মরদেহ উদ্ধার করা হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন