পটুয়াখালীতে ৩৯১টি আশ্রয়কেন্দ্রে ৯১ হাজার মানুষ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

কাওছার আহমেদ, পটুয়াখালী: পটুয়াখালীর ৩৯১টি আশ্রয়কেন্দ্রে ৯১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানলে প্রাণহা‌নি এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত নিরাপদে আশ্রয়ে সরেছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

গতকাল শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়ত উদ্দিন ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলার আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে শিক্ষাপ্র‌তিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি ও বেসরকারি সংস্থার ভবন রয়েছে। আশ্রয়কেন্দ্র ও সেখানে আশ্রয় নেওয়া মানুষের দেখভালসহ যাবতীয় কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা দা‌য়িত্ব পালন করছেন।

নারী, শিশু ও জানমালের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, গ্রাম পুলিশ ও ভলান্টিয়াররা।

‘আমরা ঝুঁকিপূর্ণ ছয়টি উপজেলার সব জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছি। জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও কমিউনিটি ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্টসহ সব দপ্তর বা সংস্থা কাজ করছে।’

আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষদের স্থানীয়ভাবে সংগ্রহ করা শুকনো খাবার বা রান্না করা খিচুড়ি সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ভারী বর্ষণের সর্তকবার্তা রয়েছে। বিকেল থেকে হালকা, মাঝারি ও মাঝে মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে প্রবল বেগে বাতাস। রাতের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা ও প্রবাহ বেশি রয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন