

মহান ঐশিগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের হাফেজ তৈরির মানসম্মত প্রতিষ্ঠান ও বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের হাফেজ উপহার দেওয়া গর্বিত প্রতিষ্ঠান “মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল” মাদরাসা প্রতিষ্ঠার দশ বছর পূর্তি উপলক্ষে নানামূখি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গর্বিত এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরি।
১ মে থেকে ঢাকার সাইনবোর্ডস্থ মারকাজের স্থায়ী ক্যাম্পাসে ৩ মে পর্যন্ত তিনদিনব্যাপী নানামূখি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার দশ বছর উদযাপনের সকল উদ্যোগ সম্পন্ন করা হয়েছে।
তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন (১ মে) সকাল দশটা থেকে ১০ বছরের এ মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুণর্মিলনী। দ্বিতীয়দিন সকাল ৮টা থেকর রয়েছে সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগীতায় ইয়েসকার্ড প্রাপ্তদের নিয়ে জাতীয় হিফজ প্রতিযোগিতা। তৃতীয়দিন (৩ মে) সকাল ৮ টা থেকে সমাপনি ও মূল অনুষ্ঠানে রয়েছে “হাফেজদের ইজতেমা”।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল হকের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কুরআন তেলাওয়াতের জন্য সুদৃশ্য ব্যবস্থাপনা
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী ও ওলামায়ে কেরাম ছাড়াও উপস্থিত থাকছেন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমাদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে উপস্থিত থাকবেন, সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হযরত বেলাল রা. এর বংশধর শায়খ মাহমুদ আদউলা, মিশরের পরিচিত শায়খে হুফফাজ ক্বারী আবদুর রহমানো, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাজেমে তা’লিমাত আল্লামা আফজাল কাইমুরী, দারুল উলুম দেওবন্দের সাবেক ক্বারী আল্লামা ক্বারী আবদুর রউফ।
প্রতিষ্ঠা অনুষ্ঠানের পোস্টার
অনুষ্ঠানে ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)। আরিফ বিল্লাহ মুফতি জাফর আহমদ (পীর সাহেব ঢালকানগর)। আল্লামা মুফতি আব্দুল বারী, মুহতামিম জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড ঢাকা। আল্লামা মুফতি শফিকুল ইসলাম, মুহতামিম জামেয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা সাইন বোর্ড ঢাকা। মাওলানা শাহ আবু তাহের জিহাদী, মুহতামিম দেওভোগ মাদ্রাসা। মাওলানা সাজিদুর রহমান, শাইখুল হাদিস জামিয়া ইউনুছিয়া বি বাড়িয়া। শেখ মিজানুর রহমান, চেয়ারম্যান আন্তঃ আহনাফ সেন্টার সৌদি আরব। মুফতি মোবারক উল্লাহ, মুহতামিম জামিয়া ইউনুসিয়া বি বাড়িয়া। মাওলানা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত খতিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মাওলানা আব্দুল হালিম চাটগামী সহ-সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন। হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম, সিনিয়র পেশ ইমাম বায়তুল মোকাররম।
প্রতিষ্ঠা অনুষ্ঠানের দাওয়াতপত্র
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। নারায়ণগঞ্জের এমপি এ কে এম শামীম ওসমান। ঢাকা ৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা। বি বাড়িয়া ৩ আসনের এমপি র ম ওবায়দুল মুক্তাদির। এছাড়াও উপস্থিত থাকবেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি কাজী ওয়াজেদ আলী। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ ওয়াজেদ আলী। বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিধারা সাইন বোর্ডের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক বেপারী।
প্রসঙ্গত : ২০০৯ সালে প্রতিষ্ঠা হওয়া মারকাজুত তাহফিজ মাদ্রাসা বিশ্বব্যাপী পরিচিত একটি হিফজুল কুরআন প্রতিষ্ঠান। মারকাজের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমেদের একান্ত প্রচেষ্টা ও পরিশ্রমে প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে। ২০১০ সালে মিসরে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ হেমায়েত উল্লাহ। ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেয় এই মাদ্রাসার ছাত্র অন্ধ হাফেজ তানভীর হোসাইন। ৭৩টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করে বয়ে আনে দেশের জন্য এক বিরল মর্যাদা। ২০১২ সালে মারকাযের ছাত্র হাফেজ মুহিউদ্দীন আলজেরিয়ায় অনুষ্ঠিত ৬০টি দেশের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। ২০১২ সালে আবার মারকাযের আরেক ছাত্র হাফেজ সাআদ সুরাইল সৌদি আরবে ৭৩ দেশের মধ্যে হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। ২০১৩ সালে জর্ডানে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের ছাত্রী হাফেজা ফারিহা তাসনীম ৫০টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও হাফেজ তরিকুল ইসলামসহ আরও অনেকেই আছে যারা এ মাদরাসা থেকে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছে। এভাবেই এখন পর্যন্ত এ ধারা অব্যাহত আছে। আগে রাজধানী ঢাকার প্রবেশদ্বার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের গা-ঘেঁষে সাততলা অ্যাপার্টমেন্টে এর অস্থায়ী ক্যাম্পাস থাকলেও এখন রাজধানীর সাইনবোর্ডে বিশাল পরিসরে নিজস্ব ক্যাম্পাসের কার্যক্রম শুরু করা হয়েছে।
এইচআরআর/পাবলিক ভয়েস