
ভোলা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলায় নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলেক্ষ্য আজ রোববার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বোচ্ছায় রক্তদান কর্মসূচি, লিগ্যাল এইড মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি। প্রথমে সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য-র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজ আলাদত প্রঙ্গনে লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মেলা প্রাঙ্গনে জাতীয় আইন সজহায়তা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেষ্ঠ্য জেলা ও দায়রা জজ এবং ভোলা লিগ্যাল এইড কমিটির চেয়্যারমান ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা পরিষদ চেয়্যারমান আব্দুল মমিন টুলু, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, পিপি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, প্রবীণ সাংবাদিক ও বিটিভি প্রতিনিধি এমএ তাহের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা তথ্য অফিসার আহসান কবির প্রমুখ।
লিগ্যাল এইড মেলায় বিভিন্ন আইনি সহায়তা নিয়ে ১২টি স্টল প্রদর্শিত হয়েছে।

