লালমনিরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের খোকা শেখের মেয়ে নিশি (৫) ও প্রতিবেশী এরশাদ হোসেন রবির মেয়ে তাহা (৫)।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম বলেন, বাড়ির পাশে পুকুর পাড়ে ওই দুই শিশু খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন