

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির সংস্কারপন্থি নেতাদের সঙ্গে নিয়ে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন এই সংগঠনের ঘোষণা দেন তিনি। তবে রাজনৈতিক দলের নাম, লোগো-পরিচয় আরও পরে নির্ধারণ করা হবে।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।
মঞ্জু দাবি করেছেন, তাদের এই রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের এই সংগঠন।
নতুন সংগঠনে সমন্বয়কের দায়িত্বে থাকা মঞ্জু জানান, পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। যারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার কারণে দীর্ঘদিন ধরে অনেকেই জামায়াতে ইসলামীর সংস্কার চাচ্ছেন। এ নিয়ে কথা বলতে গিয়ে বহিষ্কারও হয়েছেন কেউ কেউ। অনেকে আবার স্বেচ্ছায় দলত্যাগ করেছেন। এদের মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ সবেচেয়ে বেশি আলোচনায় আসে।
তার পদত্যাগের পরদিন জামায়াত থেকে বহিষ্কৃত হন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এর আগে ১৯৮২ সালে শিবিরের সাবেক সভাপতি আহমদ আবদুল কাদেরকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ওই কমিটির সেক্রেটারি ফরীদ আহমদ রেজাকেও সরে যেতে হয়েছিল। আহমদ আবদুল কাদের এখন ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসের মহাসচিব ও ফরীদ আহমদ রেজা লন্ডনে বসবাস করছেন।
এদিকে নতুন দল গড়ার লক্ষ্যে যারা জামায়াতে ইসলামী ছাড়তে চান, তাদের ঠেকাতে মরিয়া দলটির শীর্ষ নেতৃত্ব। দলত্যাগ বা ভাঙন ঠেকাতে দেশে-বিদেশে তাদেরব্যাপক তৎপরতা চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস