চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ এপ্রিল) ভোরে শহরের রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহযোগী দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দিনগত রাত ৩টার দিকে শহরের রেলবাজার এলাকার পাঁচটি দোকানে চুরি করার সময় কয়েকজন যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এসময় অন্যরা পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয় ফারুক। গণপিটুনির একপর্যায়ে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পুলিশ। এসময় দায়িত্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসাপাতালে নিয়েছে। তার স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত আরো দুইজনকে আটক করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন