পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

পঞ্চগড় সদর ও বোদা থানায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বোদা বাজার এলাকায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী এবং বিকেলে মডেলহাট-তালমা সড়কের খালপাড়া এলাকায় নসিমনটি উল্টে নূর ইসলাম নামে এক নসিমনচালক নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম একটি বাইসাইকেলে বোদা সাতখামার মাদরাসা সংলগ্ন স-মিলে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। তিনি মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার হাফিজাবাদ এলাকার মডেলহাট-তালমা সড়কে কাঠবোঝাই একটি নসিমন উল্টে যায়। এ সময় কাঠ ও নসিমনের নিচে চাপা পড়ে চালক নূর ইসলাম (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূর ইসলাম পাশের হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সায়েম মিয়া এবং সদর থানার ওসি আবু আক্কাছ আহমেদ পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন