কটিয়াদীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শত্রুতার জেরে এরশাদ উদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁও-কাজীপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গ্রামের শফিকুল ইসলাম ও আনার মিয়ার সঙ্গে এরশাদের বিরোধ চলছিলো। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা মোকদ্দমাও রয়েছে। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে গচিহাটা রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এরশাদ। পথে কাজীপাড়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের ১০/১২ জন তার ওপর অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন