দাঁড়ি লাগিয়ে “কুকুর থেকে দাঁড়িতে জীবাণু বেশি” প্রতিবেদনের প্রতিবাদ করলেন সাকিব আল হাসান

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

গত ২৪ এপ্রিল “কুকুরের শরীরের থেকে মানুষের দাঁড়িতে জীবাণু বেশি” থাকে এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি বাংলায়। সেখানে সুইজারল্যান্ডের এক অখ্যাত ক্লিনিকের ভূইফোঁড় এক গবেষণাকে পুঁজি করে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

যেখানে দাবি করা হয়েছে, “সুইজারল্যান্ডে একটি ক্লিনিকে পরিচালিত এক গবেষণায় পুরুষের দাড়ি সম্পর্কে ভয়াবহ এক ফলাফল বেরিয়ে এসেছে যে মানুষের দাড়িতে কুকুরের পশমের থেকে বেশি জীবাণু থাকে”

বিবিসি বাংলার এমন প্রতিবেদন প্রকাশের পর অনেকের মধ্যেই বিশেষ করে মুসলিম জাতিগোষ্ঠির মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ দাড়ি ইসলাম ও মুসলমানের একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। ইসলাম দাড়ি রাখতে উৎসাহিত করে থাকে। এরপর অনেকেই বিবিসি বাংলার এ প্রতিবেদনের বিরোধিতা করেছেন।

এরই মধ্যে আজ শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নিজস্ব ভেরিফাইড পেজে দাঁড়ি সম্বলিত একটি ছবি পোস্ট করেন আজ শুক্রবার। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন ‘জুম্মা মোবারক’, এর থেকে বেশি কিছু লিখেননি।  তবে অনেকেই মনে করেন উক্ত প্রতিবেদনের প্রতিবাদেই সাকিব এই ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যায় সাকিব আল হাসানের মুখভর্তি শোভা পাচ্ছে চমৎকার লম্বা ঘনদাঁড়ি। বর্তমানে সাকিবের মুখে দাঁড়ি নেই। তাই অনেকের ধারণা ওটা নকল দাঁড়ি এবং প্রসঙ্গ ছাড়া মুখভর্তি নকল দাঁড়ি কেন লাগাবেন সাকিব? এমন প্রশ্নও তুলেছেন অনেকে। উত্তরে কেউ কেউ মন্তব্য করেছেন ঐ প্রতিবেদনের প্রতিবাদেই সাকিব মুখে দাঁড়ি লাগিয়েছেন।

এছাড়াও ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি বাংলার ওই “কুকুরের পশম থেকে মানুষের দাঁড়িতে জীবানু বেশি” বলে প্রতিবেদন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। তারই অংশ হিসেবেই সাকিবও প্রতিবাদে অংশ নিয়েছেন বলেই অনেকের ধারণা। তবে এ বিষয়ে সাকিব আল হাসান থেকেও স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন