

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সম্মিলিত কওমি মাদরসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
হাইআতুল উলয়ার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস জানান, দাওরার বাকি পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আজ একটি জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র নেতৃবন্দ উপস্থিত থাকবেন।
এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
প্রসঙ্গত, আবারও প্রশ্নপত্র ফাঁস হওয়ায় হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রত্যাখ্যান করেছে যাত্রাবাড়ি মাদসারা কর্তৃপক্ষ। মাদরাসার উচ্চপদস্থ একজন শিক্ষক পাবলিক ভয়েসকে জানিয়েছেন, তারা নিজেস্বভাবে পরীক্ষার ব্যবস্থা করবেন। আজ বিকেল থেকেই পরীক্ষা নেওয়া শুরু হবে।
আইএ/পাবলিক ভয়েস