আবারও দাওরায়ে হাদীসের প্রশ্নপত্র ফাঁস; পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় আবারও পরীক্ষা স্থগিত করেছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবু দাউদ শরীফের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়েছে।

হাইআতুল উলয়া’র দপ্তর বিষয়ক সম্পাদক ও পরীক্ষাকমিটির সদস্য মাওলানা ওসিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশ্নফাঁসের অভিযোগে গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দাওরায়ে হাদীসের পরীক্ষাও বাতিল করা হয়েছিল ১৩ এপ্রিল। সেদিনই ঘোষণা করা হয় ২৩ এপ্রিল থেকে নতুন করে পরীক্ষা গ্রহণ শুরু হবে এবং চলবে ৩ মে পর্যন্ত। সে অনুযায়ী গত ২৩, ২৪ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আজ ২৫ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হলো আবারও সেই প্রশ্নফাঁসের অভিযোগেই।

১৩ এপ্রিল বিশেষ বৈঠকে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত করতে মুফতী রুহুল আমীনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওীয়া বাংলাদেশ। তবে দ্বিতীয়বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কে কারা জড়িত আছে তা এখনও জানা যায়নি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন