গরমে ত্বক ভালো রাখবে সিরাম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

প্যাচপেচে গরম আর কাঠফাটা রোদ মানেই ত্বকের নানা সমস্যা মাতা চাড়া দিয়ে ওঠা। শীতে শুষ্কতাকে ঢেকে রাখতে পারলেই যে ত্বক অন্যদের ঈর্ষার কারণ, গরমে তাতেই জায়গা করে নেয় কালো ছোপ, ট্যান, আরও কত কী!

তবে গরমে ত্বককে বাঁচাতে সবচেয়ে জরুরি যা, সেটা হল ‌ভিটামিন সি। এটি এমন একটি অ্যান্টিঅক্সিড্যান্ট যা মৃত কোষ বের করে ত্বককে সুস্থ রাখে। তাই ভিটামিন সি সিরাম সবরকম ত্বকের জন্যই খুব কার্যকরী।

বাজারে এই সিরাম নানা ওজনে বোতলবন্দি হয়ে কিনতে পাওয়াই যায়। কিন্তু তাতে মিশে থাকে নানা রাসায়নিক। তাই তা থেকে ত্বকের উপকার পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাই ঠিক উপায় জানা থাকলে বাড়িতেও বানাতে পারেন ভিটামিন সি সিরাম। জানেন খাঁটি ভিটামিন সি তৈরি করার উপায়?

একটি বাটিতে ১ চা় চামচ গোলাপ জলের সঙ্গে ১/৪ চামচ ভিটামিন সি পাউডার মেশান। এর মধ্যে ১ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন মেশান। এ বার পুরো মিশ্রণটি ফ্রিজে রাখুন।

এ বার মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন। যাদের ত্বক সংবেদনশীল, তারা একদম অল্প পরিমাণে ভিটামিন সি পাউডার ব্যবহার করুন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন