শফিকুল হক আমকুনীর মৃত্যুতে মুফতী ওয়াক্কাস নেতৃত্বাধীন জমিয়তের শোকপ্রকাশ

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

সিলেটের প্রবীণ আলেম ও জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আল্লামা শায়খ শফিকুল হক আমকুনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি সাবেক মন্ত্রী আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাসসহ জমিয়তের একাংশের নেতৃবৃন্দ।

আজ আল্লামা শফিকুল হকের মৃত্যুর পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ শোকপ্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, আল্লামা শফিকুল হক আমকুনি একজন যুগবরেণ্য আলেম ছিলেন। তিনি ইসলাম ও মুসলমানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন বড় দিকপাল রাহবার হারালো।

উল্লেখ্য : আল্লামা শফিকুল হক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি ও সিলেট জেলা জমিয়তের আহবায়ক ছিলেন।

শোকবার্তায় আল্লামা মুফতী ওয়াক্কাসসহ আরও যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন, জমিয়তের একাংশের নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহ সভাপতি প্রফেসার তৈয়বুর রহমান নিজামী, মাওলানা শহীদুল ইসলাম আনসারী, মহাসচিব মুফতী শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করিম, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল গাজালী, সেক্রেটারী এম বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক কায়সান মাহমুদ আকবরী, যুগ্ম আহবায়ক হাফিজ জয়নুল আবেদীন ডালিম, খালেদ আহমদ সদস্য সচিব মোঃ জাফর ইকবাল এবং ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার আহবায়ক হাফিজ শাব্বির আহমদ রাজি, যুগ্ম আহবায়ক ফেরদাউস রুম্মান, রেজাউল করিম এলএলবি, সদস্য সচিব খলিলুল্লাহ মাহবুব সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত : মাওলানা শফিকুল হক আমকুনী আজ (২০ এপ্রিল) শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিলেটের মিরাবাজারস্থ তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আমকুনী নিজ গ্রাম সুন্দিশাইল মসজিদ থেকে শিক্ষাজীবনের সূচনা করেন। এরপর জামিয়া হুসাইনিয়া রানাপিং,জামিয়া দেউলগ্রাম, জামিয়া ঢাকা দক্ষিণ মাদ্রাসায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে তিনি মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও পাকিস্তানের জামিয়া বিন্নুরী নিউ টাউন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

বরেণ্য এ আলেম সিলেট নগরীর সোবাহানীঘাট জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, সোবহানীঘাট মসজিদের মুতাওয়াল্লী ও খতিব হিসেবে আজীবন দায়িত্ব পালন করে গেছেন।

এছাড়া তিনি সিলেটের জামিয়া হুসাইনিয়া গহরপুর, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, জামিয়া দারুসসালাম খাসদবীর মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, মুহতামিম, মুহাদ্দিস হিসেবে ধর্মীয় অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন।

মন্তব্য করুন