

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে পানির ফিল্টার সংযোজন করেছে হল সংসদ। শনিবার হলের চারটি ফ্লোরে একটি করে নিরাপদ পানির ফিল্টার সংযোজন করা হয়।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ এবং হল সংসদ সভাপতি অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, “আমাদের হল সংসদের প্রথম সভায় হল সংসদ সদস্যদের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম ছিলো হলে পানির ফিল্টার সংযোজন করার। হল সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে আমরা পানির ফিল্টার সংযোজনের সিদ্ধান্ত নিই।”
অধ্যাপক ড. জিয়া রহমান আরো জানান, হলে যেমন আবাসন সংকট রয়েছে, তেমনি নিরাপদ পানিরও সমস্যা রয়েছে। যদিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানির মান ওয়াসার পানির চেয়ে অনেক ভালো, তারপরও শিক্ষার্থীদের সুস্বাস্থের কথা বিবেচনা করে আমরা নিরাপদ পানির ফিল্টার সংযোজন করেছি।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত জানান, হলে বিভিন্ন তলায় নতুনভাবে পানির ফিল্টার সংযোজন আমার দশটি ইশতেহারের একটি। আজ হল সংসদের উদ্যোগে তা সম্ভব হয়েছে। এরকম আরো অনেক কাজ করে যেতে চাই আপনাদের জন্য। কথা দিয়েছিলাম আপনাদের পক্ষ হয়ে আপনাদের জন্য কাজ করব। ইনশাআল্লাহ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থী রা হল সংসদের আরো সুফল ভোগ করবে। আপনাদের (সাধারণ শিক্ষার্থী) জন্যই আমরা।
হলের আবাসন সংকট সমস্যা সমাধানের প্রসংগে হাসিবুল হোসেন শান্ত জানান, “আগামী ৩ মে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা শেষ হলেই হলের অবৈধ কিংবা ছাত্রত্ব নেই এমন শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দিবো, সর্বোপরি বহিরাগত এবং অছাত্রদের হল ত্যাগে বাধ্য করা হবে।
২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের সুফল পেতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য নির্বাচিত করা, প্রশাসনের নিকট জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া সকলের ছাত্রত্ব বাতিলের দাবি উত্থাপন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সাভাড়া নিয়ন্ত্রণ, আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি ফর্মের মূল্য নিয়ন্ত্রণে আনা, বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের কাছ থেকে বেনামী অতিরিক্ত ফী নেয়া বন্ধের সুপারিশ, লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের গবেষণাগার উন্নয়ন ফী কমিয়ে আনা, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা আয়োজন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তা পানির সহজলভ্যতা নিশ্চিত করা, আবাসিক হলগুলোতে অতিথিকক্ষের সৌন্দর্যবর্ধন, ক্যান্টিন ও মেসের খাবারের মা ন উন্নয়ন, নিরাপদ পানি সহজলভ্য করার জন্য পানির ফিল্টার সংযোজন সহ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নেতারা।
আইএ/পাবলিক ভয়েস