আজ যাত্রাবাড়ি মাদরাসার খতমে বোখারী: দরস ও মোনাজাত পরিচালনা করবেন আল্লামা মাহমুদুল হাসান

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

ঢাকার ঐতিহ্যবাহি দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিআতুল ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা’র বিগত শিক্ষাবর্ষ ১৪৩৮/৩৯ হিজরির দাওরায়ে হাদিস ও হিফজ সমাপনকারী ছাত্রদের খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে আজ  বাদ জুমা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে  খতমে কুরআন ও খতমে বোখারী অনুষ্ঠান।

আখেরী দারস ও মুনাজাত পরিচালনা করবেন মসনদে হাদিসের প্রানপুরুষ মুকুটহীন সম্রাট মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব (হাফিজাহুল্লাহ)

অনুষ্ঠানে সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন