

বাইজিদ আল-হাসান, ওমান: বহুল প্রত্যাশিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওমান কেন্দ্রীয় কমিটির অবশেষে অনুমোদন দেওয়া হলো। গত আট তারিখ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ওমান আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আহবায়ক এম, তৌহিদুল আলম তৌহিদ।
অনুমোদিত এই কমিটিতে সাদেক হোসেন ও ওয়াহিদ আহমেদ রাজন কে যুগ্ম আহবায়ক পদে রেখে পঁচিশ সদস্যের একটি আহবায়ক কমিটি করা হয়েছে। উক্ত কমিটি আগামী দিনে সংগঠনের নিয়ম অনুযায়ী ওমানে যুবলীগের কার্যক্রম পরিচালনা করবে।
বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম.তৌহিদুল আলম তৌহিদ। মূলত তার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবেই প্রথমবারের মতো ওমানে যুবলীগের অনুমোদন দেওয়া হয় কেন্দ্র থেকে।
উল্লেখ্য, ওমানের মাঝে আওয়ামী লীগের অনুমোদিত সংগঠন হিসেবে একমাত্র যুবলীগই অনুমতি পেয়েছে এম, তৌহিদুল আলম তৌহিদ এর মাধ্যমে। প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংগঠনটি কাজ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ প্রবাসীদের।