

বাইজিদ আল-হাসান, ওমান: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ওমানের বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শণী, কুরআন তেলাওয়াত, বানী পাঠ, আলোচনা সভা ও সবশেষে রাস্ট্রদূতের ভাষনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় ওমানের বাংলাদেশ কন্স্যুলেটের দ্বিতীয় সচিব মোহাম্মাদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মুজিবনগর নিয়ে দূতাবাসের কর্মকর্তা ছাড়াও কমিউনিটির নেতাকর্মীরা দিবসটির উপর আলোচনা করেন।
সবশেষে রাস্ট্রদূত মুহাম্মাদ গোলাম সরওয়ার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভুয়সী প্রশংসা করেন, সেইসাথে তিনি ওমানে অবস্থিত সকল বাংলাদেশীদের ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ গোলাম সরওয়ার। এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মোহাম্মাদ নাহিদ ইসলাম, লেবার কাউন্সিলর সুজাউল হক, পাসপোর্ট অফিসার আবু সাঈদ ও বিশিষ্ট ব্যবসায়ীরা।