ভোলায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলায় শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উৎসব-২০১৯ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা প্রশাসনের সহযোগীতায় ও জেলা শিশু একাডেমি ভোলার আয়োজনে শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম-সেবা, স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা।

অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সংন্ধ্যায় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিশু একাডেমির শিশু শিল্পীরা। সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা শেষে অতিথিরা শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় ১৮টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন শিশু আনন্দ র‌্যালির মাধ্যমে শুরু হয় ৪দিন ব্যাপী এই শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব।

মন্তব্য করুন