

সাফা কবির তার ভুলের জন্য ক্ষমা চেয়ে তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস দেন আজ দুপুর নাগাদ। ওই স্ট্যাটাসে তিনি লিখেন-
“আমি যদি কোন ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।
আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোন কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দু:খিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।
তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।”
– সাফা কবির ।
উল্রেখ্য যে, সাফা কবির, একজন তরুণ অভিনেত্রী। কাজ করছেন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে। তার কাজ দিয়ে যতটা না তিনি আলোচনায় আসতে পেরেছেন, এবার একটি বেসকারকারি রেডিও স্টেশনের লাইভ অনুষ্ঠানে এক মন্তব্য করে তার চেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছেন। তিনি পরকালে বিশ্বাস করেন না- এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে এবিসি রেডিওর একটি লাইভ অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপু আপনি কি পরকালে বিশ্বাস করেন? করলে আপনার লাইফ স্টাইল …..।
এমন প্রশ্নে উপস্থাপক সাফা কবিরকে থামিয়ে দিতে চাইলেও তিনি এর উত্তর দেন। উত্তরে সাফা কবির বলেন, ‘না, আমি একদমই পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, ওটা কখনো বিশ্বাস করিনা।’ এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, ‘একচুয়েলি উনি বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।’
এরপরেই সাফা কবিরের এমন মন্তব্য নিয়ে ফেইসবুক, ইউটিউভসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা ও নিন্দার ঝড়।