চট্টগ্রামে অক্সিজেন ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

চট্টগ্রামে নগরের নাসিরবাদ শিল্প এলাকায় সিরাজ আনো অক্সিজেন লিমিটেডের কারখানায় সিলিন্ডার রিফল করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন ফেনীর মো. ছাবেদ (৩০) ও বরিশালের পবিত্র কুমার দাশ (৬০)। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৬টা ৫৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে দুইজন মারা যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, এ ঘটনায় অগ্নিদগ্ধ শ্রমিক নূর ওসমানকে (২৮) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের একজন পরিদর্শক জানান, ওই কারখানায় জরুরি অগ্নিনির্বাপণ সরঞ্জাম, শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ছিল না। এমনকি আরসিসি ওয়ালের পরিবর্তে দেওয়া হয়েছিল ব্রিক ওয়াল।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন