

সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না? এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা।’
এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, ‘একচুয়েলি উনি (মেসেজ দাতা) বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।’
এমন বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। যারা ভক্ত ছিলো, তারাও সাফা কবিরকে নিয়ে করছে ব্যাপক ট্রল! আইডিতে মন্তব্য করতে না পারা গেলেও সাফা কবিরের ফেসবুক ফ্যানপেজে নানা রকম মন্তব্য করছে ফেসবুক ব্যবহারকারীরা। এই জনপ্রিয় অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে কিছু পাবলিক ভয়েস পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ
‘ তাসনিন নিশু’ নামের একজন লিখেছেন, “আরিফ আজাদের লেখা মনে পড়ে গেল” আপনি কি আপনার মা-বাবাকে যৌণ সঙ্গম করতে দেখেছেন? না দেখে কিভাবে উনাদেরকে মা বাবা মেনে নিচ্ছেন?? আপনার মা কে জিজ্ঞাস করে নিয়েন যাকে আপনি বাবা ডাকছেন উনি আপনার আসল বাবা কিনা, নাকি অন্য কেউ আছে? কারণ আপনিতো না দেখে কিছু বিশ্বাস করেন নাহ”।
‘মাহমুদুর রহমান ইমন’ নামে একজন লিখেছেন, “প্রথমত আমি তোমাকে পছন্দ করতাম কারণ মনে হইতো তুমি হয়তো মন থেকেও শুদ্ধ ও সুন্দর, আমার ইন্সটাতে তোমাকে অনেকবার ক্রাশ হিসেবে পোস্ট দিয়েছি। যাই হোক তুমি পরকাল বিশ্বাস করো না এটা শুনে সত্যি খুব খারাপ লাগলো আর তোমার উপর থাকা সম্মান ও ভালোবাসাটা উঠে গেলো। যাই হোক ঘৃণা করি এখন মন থেকে তোমাকে আর আমার পছন্দ যে কখনো ভালো হয়না এই বিলিভ টা আমার রয়েই গেলো”।
‘আহমেদ আফান’ নামে একজন লিখেছেন, “আমি আপনার অনেক বড় একটা ফ্যান ছিলাম।
তবে আপনি যে নাস্তিক তা আমার জানা ছিলো না। আপনি যে মুসলিম নামের কলংক তা আগে জানলে আমি কখনো তোর অভিনীত নাটক বা সর্ট ফিল্ম দেখতাম না।তুই তো আমাদের নবী রাসূল এবং আল্লাহ কেও দেখিসনি তাহলে কি তাদেরও বিশ্বাস করিস না। বেয়াদব নাস্তিক।”
‘আকমান ভুঁইয়া’ নামে একজন লিখেছেন, “মনে রাখবেন আমার কথা টা..আপনি যখন বলেছেন পরকালে বিশ্বাস করেন না..সেই কথাটার সাথে সাথে ই আপনি মুসলিম থেকে বহিস্কৃত হয়ে গেলেন..
৭ দিনের ভিতরে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে..তার বেশি হলে ইসলামী শরিয়াহ মুতাবেক আপনার বিচার মানে আপনাকে প্রকাশ্যে হত্যা করার নির্দেশ আছে.. আর তওবা করার পরে আপনি পুনরায় মুসলিম হয়ে যাবেন..! কিন্তু পরের বার আবার এইধরনের মন্তব্য করে ইসলামের বাইরে চলে গেলে. তার পরে আর আপনার ইসলামে ফেরার পথ বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য..! যদি পারেন ৭ দিনের আগে তওবা করে নিজের ভুল আল্লাহর কাছে শিকার নিন..আর একটা পোস্ট দিয়ে দিন..
আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আমিন।”
‘সজল আহমেদ‘ নামে একজন লিখেছে, আমি আসলে সাফার অনেক বড় ফ্যান ছিলাম, ভালোই লাগতো তার ন্যাকামী গুলা! বাট তুমি যে একটা নাস্তিক সেটা জানতাম নাহ!
তুমি যেটা দেখোনাই সেটা বিশ্বাস করোনা, তোমার বাবা রে ক্যান বিশ্বাস করো?