সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা নিহত, ছেলে আহত

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় আকতার হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আব্দুল আলীম মাস্টার (৩৮) গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার ঝাঐল ইউনিয়নের জয়েন বড়ধুল গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, বাবা-ছেলে মোটরসাইকেলে করে কোনাবাড়ি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রং সাইড দিয়ে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মোটরসাইকেলসহ দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই আকতার হোসেন মারা যান এবং ছেলে আলীম মাস্টার গুরুতর আহত হন। আহত আলীমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন