
মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দ্রজিত মজুমদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শালিখা উপজেলার নরপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্দ্রজিত নরপতি গ্রামের গোবিন্দু মজুমদারে ছেলে।
স্থানিয়রা জানান পানি তোলার মটর নষ্ট হয়ে যাওয়ায় মটরটি মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা শালিখা থানা পুলিশ পরিদর্শক তুরিকুল ইসলাম জানান, নরপতি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

