
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নসিরপুর গ্রামের কালিগঞ্জ বাজারে বৈশাখী মেলায় আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদ (২২) নামে এক ডেকোরেটর মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (১৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ ক্ষেতলাল উপজেলার পূর্ব শাখারুঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, দুপুরে কালিবাড়ী মাঠে একটি বট গাছে উঠে আলোকসজ্জার কাজ করছিল রাশেদ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে।
এদিকে এ ঘটনা দেখে রাশেদের সহকারী আতিকুর রহমান স্ট্রোক করলে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস

