

নরসিংদীর নাগরিয়াকান্দী সদরের একটা পোড়ো বাড়িতে থাকেন বিনা নামের একজন মহিলা। ডায়বেটিস ইনফেকশন হয়ে বিনার রোগ ভয়ংকার আকার ধারণ করে।
একটা সয়ম বিনা নামের এই মহিলার অনেক সম্পদ থাকলে এখন পুরোপুরি নিঃস্ব । বাবা-মা না থাকায় ভাই-বোনেরা তাকায় না তার দিকে। কোনো ছেলে সন্তান না থাকায় অসুস্থ অবস্থায়ও মহিলাটি বৃদ্ধ স্বামী এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করছে।
বিনার স্বামী সাধারণ একটা জুট মিলে কাজ করেন। ৩ মাস যাবৎ পান না বেতন। সংসারে সবসময় লেগে থাকে টানাপোড়েন, অভাব-অনোটন।
ছেলে না থাকলেও বিনার রয়েছে দুটি মেয়ে। যাদের বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার সাধ্য নেই পরিবারটির।
অবশ্য মেয়েদের বিয়ে দেওয়া জন্য বিনার স্বামী ২ লাখ টাকা গুছিয়ে রেখেছিলো। বিনার অপারেশনে টাকাগুলো শেষ হয়ে গেলেও এখনও সুস্থ হননি তিনি। ডাক্তার জানিয়েছে বিনার একটি পা কেটে ফেলতে হবে।
একসময় কোনো উপায়ন্তর না পেয়ে দুটি মানব সেবা সংগঠন Good life ও human survice কে বিষয়টা জানালে বিনাকে তারা বেশ কিছু নগদ টাকা এবং ঔষধ পাতি কিনে দেয়। আরও অর্থ সংগ্রহ করে দেওয়ার আশ্বাস দেয়।
বৈশাখ পালন না করে এ সংগঠন দুটি বেশ কিছু টাকা তুলেছে। কিন্তু এগুলো পরিবারটির জন্য মোটেই যথেষ্ট নয়। বিনা এবং ওই সংগঠন দুটি সবার কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন।
বিনার পরিবারের দূর্দিনে Good life ও human survice এর সাথে আপনারাও এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা, বিকাশ পার্সনাল-01704818650
যোগাযোগ : স্বামী-01746-432328
Good life
human survice-রাব্বি মোবা: 01956314350
আইএ/পাবলিক ভয়েস