ইসলাম শান্তিপূর্ণভাবে বসবাসের শিক্ষা দেয়: হারাম শরীফের ইমাম

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

ইসমাঈল আযহার:

মসজিদে হারামের ইমাম শাইখ আব্দুল আওয়াদ শুক্রবার ( ১২ এপ্রিল) ফয়সাল মসজিদে জুমার নামাজের বক্তৃতায় বলেন, ইসলাম ভ্রাতৃত্বের নাম। ইসলাম আমাদের শান্তির সঙ্গে বসবাস করার শিক্ষা দেয়। শিক্ষা দেয় একে অপরের সহমর্মিতা করার।

আজ শুক্রবার ফয়সাল মসজিদে শাইখ আব্দুল আওয়াদের বক্তব্য দেওয়ার আগে শাইখ আব্দুল্লাহ আল ইসলামও বক্তৃতা দেন। তিনিও তার বক্তব্যে একটি বিষয় তুলে ধরেন। মানুষকে বোঝানোর চেষ্টা করেন, ইসলাম ভ্রতৃত্বের নাম। মুসলামন একে অপরের ভাই। ভাই হয়ে ভাইয়ের ক্ষতি বা তাকে কষ্ট দেওয়া উচিৎ নয় বরং তার কষ্টে দুঃখ পাওয়া উচিৎ।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে বসবাস ও জীবনযাপন করার জন্য বলে ইসলাম। এসময় মুসলমানদের নিরাপত্তা ও ঐক্যের জন্য বিশেষ দুয়া করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে হারাম শরিফের এই ইমাম সাথে নেতৃত্বে বৈঠকও বসেছেন পাকিস্তানের নেতা কর্মীরা।

এই শুক্রবারে পাকিস্তানের ফয়সাল মসজিদের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন যারা শহরের বাইরে থেকে জুমার নামাজ  আদায় জন্য এসেছিলেন।

আল আরাবিয়া উর্দু থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন