

আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) সকালে জরুরি বৈঠকে বসছে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ। সংবাদ বোর্ড সূত্রের।
সকাল ৭টায় ঢাকার মতিঝিলে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইয়াতুল উলইয়ার অধীনে ৬ বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও বৈঠকে দাওরায়ে হাদীসের প্রশ্নপত্র ফাঁস বিষয়ে জরুরি আলোচনা হতে পারে। বিষয়টি একাধিকসূত্র পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, গত বছরের তুলনায় এবার আরও ৭ হাজার পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। আল হাইয়াতুল উলয়ার ৬ বোর্ডের মধ্যে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক থেকে সর্বোচ্চ সংখ্যক ২১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে আযাদ দ্বীনী এদারায়ে তালিম, সিলেট। তাদের পরীক্ষার্থী সংখ্যা ১৫৭৮ জন।
হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।