

সুলতান মাহমুদ, গোয়াইনঘাট থেকে : মাদরাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফি’র হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাদানী ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ই এপ্রিল শুক্রবার বা’দ জুমআ গোয়াইনঘাট উপজেলা সদরে ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা রফিক আহমদের সভাপতিত্বে এবং সভাপতি হাফিজ জাকির হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ মানববন্ধনে বক্তারা বলেন,নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করতে হবে।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আর ধর্ষকদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুুুুলতে হবে।
এতে বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এম.এ মালিক, লেঙ্গুড়া ইউ/পি সদস্য কামাল আহমদ,মাওলানা তাহির আহমদ,সীমান্তের আহ্বান পত্রিকার সভাপতি মাওলানা আবুল হাসানাত,সম্পাদক সুলতান মাহমুদ বিন সিরাজ,মাওলানা ইমরান আহমদ,মুশাররফ হুসেন প্রমুখ। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন,রাজনৈতিক, সামাজিক,ব্যবসায়ীক ও সর্বস্তরের জনগণ।