

ক্রেডিট ট্রান্সফার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর নুসরাত (ছদ্মনাম) জানতে পারলো নিরাপত্তার অজুহাতে এ বিশ্ববিদ্যালয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নারীদের পর্দা করার অনুসঙ্গ বোরকা বা নিকাব পরিধানে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি জেনে সাথে সাথেই তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভর্তি বাতিল করার আবেদন করেন। তার ভর্তি বাতিলের সে আবেদনের কপি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বেশিরভাগই তার এ সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা করছেন ও বিশ্ববিদ্যালয়ে বোরকার উপর এ ধরণের বৈষম্যের সমালোচনা করেছেন।
আলোচিত এ ঘটনাটি ঘটেছে প্রাইভেট ইউনিভার্সিটি “প্রাইম বিশ্ববিদ্যালয়ে”। ওই ছাত্রী প্রাইম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। ক্রেডিট ট্রান্সফার করে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি। ভর্তি হওয়ার পরই জানতে পারলেন নিরাপত্তার অজুহাতে এখানে বোরকা/হিজাব/নেকাব পড়ার ক্ষেত্রে বাধা রয়েছে। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বরবার ভর্তি বাতিলের আবেদন জানিয়ে দরখাস্ত লেখেন এবং বিশ্ববিদ্যালয়ে আর পড়বেন না জানিয়ে দেন।
তিনি তার আবেদনপত্রে লেখেন;
স্যার, সবিনয় নিবেদন এই যে, আমি প্রাইম ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে তৃতীয় সেমিস্টারে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তি হই। ভর্তির পর জানতে পারি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাতে মেয়েদের নেকাব পরা নিষিদ্ধ যা আমার ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এবং পোশাক নির্বাচনে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের শামিল।
যেহেতু ইসলামের বিধান লংঘন করে পর্দা পালনে শিথিলতা প্রদর্শন করতে আমি অপারগ তাই আমি এই বিশ্ববিদ্যালয় থেকে আমার ভর্তি বাতিলের আবেদন করছি।
নিবেদক : মোসা. ——– ব্যাচ নং ৫, সেমিস্টার : স্প্রিং ২০১৯, ডিপার্টমেন্ট : কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আইডি ১৯১০৩০১—
এ বিষয়ে পাবলিক ভয়েসের পক্ষ থেকে প্রাইম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসে যোগাযোগ করা হলে ডেপুটি রেজিস্টার অফিসার সাইফুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ঠিক রেখে বোরকা/হিজাব/নেকাব কোনোকিছু পড়তে কোনো বাধা নেই। “আপনারা এ ধরণের দরখাস্ত পেয়েছেন কি না” জানতে চাইলে তিনি কথা ঘুরিয়ে বলেন, এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। যদি তা-ই না হবে তাহলে এটা প্রাকাশ হলো কী ভাবে? মিডিয়া জানলো কী ভাবে? তবে তিনি এ ঘটনার বিষয়ে সার্বিক তথ্য নিতে ক্যাম্পাসে যাওয়ার আমন্ত্রণ জানান এবং সেখানের পরিবেশ দেখতে বলেন।
© এইচআরআর/পাবলিক ভয়েস