

আমেরিকার ফিলাডেলফিয়ার ইসলামিক সোসাইটি অফ আল-আকসায় ৭ম এপ্রিলে ৭ থেকে ২৫ বছরের ১০০ জন প্রতিযোগীর উপস্থিতিতে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক নাবিয়া পার্কারের উদ্যোগে উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি এ ব্যাপারে বলেন, বার্ষিকী এই প্রতিযোগিতার অনুষ্ঠান ২৬ বছর পূর্বে শুরু হয়েছে। প্রথম বর্ষের প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।
নাবিয়া পার্কার বলেন, কুরআন হেফজ সম্প্রসারণের জন্য আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।
এই প্রতিযোগিতায় আমেরিকায় বসবাসকৃত বসনিয়া, বাংলাদেশ, মিশর, ঘানা, সিয়েরা লিওন, স্পেন ও নাইজেরিয়া এবং মধ্য প্রাচ্যের দেশসমূহের নাগরিকগণ অংশগ্রহণ করে থাকেন। এমনকি আমেরিকানরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার অনুষ্ঠান ইসলামিক সোসাইটি অফ আল-আকসায় ৭ম এপ্রিলে স্থানীয় সময় ৯টায় শুরু হয়েছে এবং টানা ১৫টা পর্যন্ত অব্যাহত ছিল।
প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকৃত বাংলাদেশের বংশোদ্ভূত ২৪ বছরের শেইখ হাসান।
প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার হিসেবে ১০০ থেকে ৫০০ ডলার প্রদান করা হয়েছে।
আইএ/ পাবলিক ভয়েস