 
                                       
কনের বাড়ির প্রবেশ পথে কিংবা মঞ্চে বর পক্ষকে নগদ টাকা দেওয়ার রীতি এখনো চলমান। বিভিন্নভাবে বর পক্ষ থেকে টাকা খসানো হয়। এ নিয়ে বিভিন্ন জায়গায় ঝগড়া-মারামারি, কথা কাটাকটির খবরও পাওয়া যায়।
কিন্তু সিলেটের ফেঞ্চুগঞ্জে দেখা গেল তার উল্টো চিত্র। ১০ এপ্রিল ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান ছিল।
এ বিয়েতে বরপক্ষ এ কুরীতির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরেন। যাতে লেখা ছিল ‘বর কি এটিএম মেশিন?’ আরেকটিতে লেখা ছিল ‘আমার বউকে আমি নেব, গেইটে কেন টাকা দিব’, অন্যটায় লেখা ছিল ‘গেইট ধরার নামে চাঁদাবাজি বন্ধ কর’।
এরকম প্লেকার্ড দেখে প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরে সবাই সাধুবাদে জানান। বিয়ের দাওয়াতে আসা মেহমানরা প্ল্যাকার্ডগুলোর প্রশংসা করেন।
বিষয়টি আলোচনায় চলে আসে উপজেলাজুড়ে। সাধারণ মানুষরা সাধুবাদ জানিয়ে বলেন, এ প্ল্যাকার্ডগুলো অনেক বড় অর্থ বহন করে। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বরের জন্য প্ল্যাকার্ডগুলো আশীর্বাদ!
আইএ/পাবলিক ভয়েস
 
		
