

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল মাআরিফের সহকারী পরিচালক ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ইসলামিক স্কলারস’র সদস্য ড. জসিম উদ্দীন নদভীর জানাযা নামাজ পবিত্র মক্কার মসজিদুল হারামে সম্পন্ন হয়েছে। জানাযা শেষে তাকে সাহাবায়ে কেরাম রাযিআল্লাহু তায়ালা আনহুমদের স্মৃতি ও পূণ্যধন্য জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়েছে।
জানা গেছে ড. জসিম উদ্দিন নদভীর শশুর ও জামেয়া দারুল মা’আরিফ-এর মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর সিদ্ধান্ত মোতাবেক তাকে মক্কাতুল মুকাররমার জান্নাতুল মা’ওয়ায় দাফন করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ৩টায় এ শিক্ষাবীদ ও খ্যাতিমান রাজনৈতিক মুসলিম ব্যক্তিত্ব মাওলানা ড. জসিম উদ্দীন নদভী মক্কার কিং ফয়সাল হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর পরিবার সূত্রে জানা যায় তিনি গত ৫ এপ্রিল’ ১৯ তারিখ স্বপরিবারে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরব যান।
জসিম উদ্দিন নদভী কক্সবাজার জেলার মহেশখালী মাতারবাড়ি গ্রামে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি চট্টগ্রামের পটিয়ার আল জামিয়া ইসলামিয়া থেকে দাওরা হাদিস পাস করেন এরপর তিনি ভারতের নদওয়াতুল ওলামা থেকে শিক্ষা শেষ করেন এবং নদভী উপাধি লাভ করেন। পরবর্তীতে আরও উচ্চশিক্ষার জন্য তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে যান এবং সেখান থেকে অনার্স সম্পন্ন করেন। মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়েও তিনি কিছুদিন পড়াশোনা করেছেন।
বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে তিনি এমফিল ডিগ্রী অর্জন করেন এবং ২০১৭ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডির বিষয় ছিল “একবিংশ শতাব্দীতে ইসলামী দাওয়াতের মাধ্যম”
তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল মাআরিফের সহকারী পরিচালক ছিলেন এবং বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হয়ে হাতপাখা প্রতীকে নির্বাচন করেছিলেন।
তিনি দেশবরেণ্য আলেম ও আরবী সাহিত্যিক চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা সুলতান যওক নদভীর জামাতা ছিলেন।
তিনি এক ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য ভক্ত অনুরক্ত ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। তার ইন্তেকালে সারাদেশ থেকে অসংখ্য শোকবার্তা এসেছে।
আরও পড়ুন : ড. জসিম উদ্দীন নদভীর মৃত্যুতে সারাদেশ থেকে শোক প্রকাশ
এইচআরআর/পাবলিক ভয়েস