ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ ইস্যুতে আল্লামা আহমদ শফীর কাছে যাচ্ছেন আলেমরা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

সাম্প্রতিক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে প্রচার মাধ্যমে প্রকাশিত ওয়াজ মাহফিল বিষয়ক প্রতিবেদন ও সুপারিশে দেশের আলেম সমাজ উদ্বিগ্ন ৷ এই প্রেক্ষিতে আজ ৯ই এপ্রিল’১৯ সোমবার সকালে রাজধানীর মোহাম্মাদপুর জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসায় আলেমদের এক বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে বলা হয়, বিভিন্ন অজুহাতে ওলামায়ে কেরাম ও ওয়াজ মাহফিলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে ৷ স্থানীয় প্রশাসন ও পুলিশের মাধ্যমে আলেমদের উপর নজরদারি ও আলোচকদের নিবন্ধনের সুপারিশ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল ৷

ইসলামের কথা ওলামায়ে কেরাম কুরআন-সুন্নাহর ভিত্তিতেই বলবেন ৷ শিরক-বিদআতসহ কুরআন-সুন্নাহ বিরোধী যাবতীয় কার্যকলাপের বিষয়ে মানুষকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব ৷ কোনোভাবেই তাদেরকে এ দায়িত্ব পালন থেকে নিবৃত্ত করা যাবে না ৷ এবিষয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে আগামী ১১ এপ্রিল বৃহঃবার ওলামায়ে কেরামের প্রতিনিধিবৃন্দ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে পরামর্শের জন্য হাটহাজারী মাদরাসায় যাবেন ৷

মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসের সহসভাপতি আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, বেফাকুল মাদারিসের সহসভাপতি পীরসাহেব মধুপুর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ আলহাবিব,মাওলানা নাজমুল হাসান, মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা মামুনুল হক, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী কেফায়াতুল্লাহ আযহারী, মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ্ আমীন, মাওলানা ফয়সাল আহমদ মাওলানা রাফি বিন মুনির,মাওলানা শফিকুর রহমান, মাওলানা লোকমান সাদী, মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আরিফ বিল্লাহ্, মাওলানা তাহমীদুল মাওলানা ও মুফতী এনায়েতুল্লাহ্ প্রমুখ ৷

মাওলানা মামুনুল হকের ফেসবুক টাইমলাইন থেকে

মন্তব্য করুন