

চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও আল্লামা সুলতান যওক নদভীর জামাতা ড. জসীম উদ্দীন নদভী গতরাত ৩টায় সৌদি আরবে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ড. জসিম উদ্দিন নদভী পরিবারসহ ওমরাহ পালনে সৌদি আরব ছিলেন। সেখানেই ডায়াবেটিস, জ্বর, কাশিসহ শারীরিক সমস্যার কারণে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং ৯ এপ্রিল রাতে পবিত্র মক্কা শরীফেই ইন্তেকাল করেন।
ড. জসিম নদভী আরবী সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ও চট্টগ্রামের একজন প্রথিতযশা শিক্ষাবীদ ছিলেন। উল্লেখ্য তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে মহেশখালী -কুতুবদিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রাথমিক শোকবার্তায় ইসলামী পত্রিকা পরিষদের জয়েন্ট সেক্রেটারী ও মাসিক মদীনার পয়গাম সম্পাদক শহিদুল ইসলাম কবির বরেন্য শিক্ষাবিদ আরবী সাহিত্যিক ড.জসিম উদ্দিন নদভী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর আমি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।