হাইয়া ও বেফাকের ১৭৭ জন পরীক্ষার্থী নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান করেছে কর্তৃপক্ষ

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

বাংলাদেশ কওমী মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতাধীন ৬টি মাদরাসার ১৭৭জন পরীক্ষার্থীদের নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট থেকে সমাধান নেয়া হয়েছে। পরীক্ষার্থীদের পক্ষ থেকে আদালতে রীট পিটিশন দায়ের করার পর আদালতের নির্দেশক্রমে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ ও হাইয়াতুল উলয়া ও বেফাকের পক্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাতে গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে।

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৩৭৪৮/২০১৯ এর গত ৪-৪-২০১৯ তারিখে দেয়া আদেশপত্র অত্র বেফাক কর্তৃপক্ষের হস্তগত হয়েছে। উক্ত আদেশের বরাতে এই মর্মে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, রীট পিটিশনে বর্ণিত ১৭৭ জন পরীক্ষার্থীর যথাযথ প্রবেশপত্র সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ইতোমধ্যে প্রেরিত হয়েছে এবং তন্মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবেশপত্র রীট পিটিশনে সংযুক্ত করা হয়েছে।

মাদরাসাগুলো হলো, (১) আল মাদ্রাসাতু মুঈনুল ইসলাম, মাদ্রাসা নগর (টেক ঢালী বাড়ী), ছোলমাইদ, ভাটারা, ঢাকা-১২২৯ (২) মারকাজুল উলুম আশ শরইয়াহ, সাভার, পূর্ব শাহীবাগ, সাভার, ঢাকা (৩) জামিয়া রহমানিয়া গাইটাল, নয়াপাড়া, সদর কিশোরগঞ্জ (৪) জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম মাদরাসা ও ইয়াতীমখানা, বাসস্ট্যান্ড, তালতলা, চাঁদপুর-৩৬০০ (৫) মারকাযুস সুফফা আল ইসলামিয়া নন্দীপাড়া, হোল্ডিং নং ৫০, রোড-২, ওয়ার্ড-২, খিলগাও, ঢাকা-১২১৩ ও (৬) জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত রহিমা মহিলা মাদ্রাসা, জামিরদিয়া, মধ্যপাড়া, হাজীবাড়ী মোড়, হবিরবাড়ী, ভালুকা, ময়মনসিংহ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, অদ্য ০৭-০৪-২০১৯ ইংরেজী তারিখে বিকাল ৪:৪০ ঘটিকায় (আনুমানিক) মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৩৭৪৮/২০১৯ এর গত ৪-৪-২০১৯ তারিখের আদেশ অত্র বেফাক কর্তৃপক্ষের হস্তগত হয়েছে। উক্ত আদেশের বরাতে এই মর্মে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, রীট পিটিশনে বর্ণিত ১৭৭ জন পরীক্ষার্থীর যথাযথ প্রবেশপত্র সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ইতোমধ্যে প্রেরিত হয়েছে এবং তন্মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবেশপত্র রীট পিটিশনে সংযুক্ত করা হয়েছে। উল্লেখিত ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রেরিত প্রবেশপত্র কোন কারনে হাতে না পেয়ে থাকলে তাদেরকে সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে তাদের রেজিস্ট্রেশন ফরমসহ উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেয়া যাচ্ছে। এতদ্বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য করুন