আগামীকাল শুরু হচ্ছে আল হাইয়াতুল উলয়ার ৩য় কেন্দ্রীয় পরীক্ষা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এই শুরু হচ্ছে আল হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা

আগামীকাল শুরু হচ্ছে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদিসের তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষা। তবে জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা।

এবছর পরীক্ষায় মোট অংশগ্রহণ করছেন মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী । এর মধ্যে রয়েছেন প্রায় ৭ হাজার ছাত্রি। পরীক্ষার্থীরা মোট ৩৬১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

জানা যায়, এবারের পরীক্ষায় ছাত্রী-শিক্ষার্থীদের কেন্দ্র রয়েছে মোট ১২৭টি। এছাড়াও ঢাকায় ৩৯টি ছেলেদের কেন্দ্র ও ২৬টি মেয়েদের কেন্দ্র রয়েছে।

ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষার প্রয়োজনীয় স্টেশনারি ও কাগজপত্র কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যার ভেতর নেগরানরাও (পরীক্ষা পরিদর্শক) নিজ নিজ কেন্দ্রে পৌঁছার কথা।

উল্লেখ্য যে, গত বছরের তুলনায় এবার আরও ৭ হাজার পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। আল হাইয়াতুল উলয়ার ৬ বোর্ডের মধ্যে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক থেকে সর্বোচ্চ সংখ্যক ২১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে আযাদ দ্বীনী এদারায়ে তালিম, সিলেট। তাদের পরীক্ষার্থী সংখ্যা ১৫৭৮ জন।

মন্তব্য করুন