

ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত দনিয়া/সাইনবোর্ড যাত্রাবাড়ি ঢাকার একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত হিফজ মাদরাসা; মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার থেকে এ বছর ২০১৯ সালে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ৭জন হাফেজ যাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রে ।
হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী জানান, যে ৭জন হাফেজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রে তারা হলেন-
১. হাফেজ আওলাদ (কুয়েতে)
২.হাফেজ সাইফুর রহমান (জর্দান)
৩. হাফেজ এহসান উল্লাহ(তুরস্ক)
৪. হাফেজা আয়েশা (ইরান)
৫.হাফেজ আলী হাসান (কাতার)
৬. হাফেজ মাজহার (ইরান)
৭. হাফেজ তরিকুল ইসলাম (কাতার)
এ ছাড়াও এ যাবৎ অত্র মাদরাসার ছাত্ররা সৌদি আরবে সাতবার, মিসরে তিনবার, আলজেরিয়া দু’বার, লিবিয়া একবার, ইরান পাঁচবার, কুয়েত দু’বার, কাতার একবার, গাম্বিয়া একবার, বাহরাইন দু’বার, দুবাই তিনবার ও জর্ডানে ছয়বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে বিশ্বদরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এনটিভি, বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা টিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে আসছে নিয়মিত।