

দেশের খ্যাতনামা ইসলামী শিক্ষালয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজিজুল উলুম বাবুনগর মাদরাসার শাইখুল হাদীস, আল্লামা হুসাইন আহমদ মাদানীর শীষ্য, প্রবীণ আলেম মাওলানা ইউনূস রহ. ইন্তেকাল করেছেন ৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (৩ এপ্রিল) জোহরের নামাযের পর ২.৩৮টায় নিজ কর্মস্থল বাবুনগর মাদরাসার নিজ কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের জানাযা আজ রাত ৯টা ৩০ মিনিটে বাবুনগর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুমের নিজ বাড়ি হাটহাজারী মাদরাসার পশ্চিমে আলিপুর বেলায়েত আলি মুন্সীর বাড়ি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি প্রায় ৬৮ বছর যাবত বাবুনগর মাদরাসায় অধ্যাপনায় নিয়োজিত ছিলেন এবং ৩০ বছর যাবত বাবুনগর মাদরাসায় বুখারীর দরস প্রদান করেছেন।