আল্লাহ মিছবাহ ভাইকে সুস্থ করে দিন

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

সাকিব মুস্তানসির

হাবিবুর রহমান মিছবাহ ভাই অসুস্থ জানার পর থেকেই মনের গভীরে একটা ব্যাথা অনুভব হচ্ছে। মুখে মাস্ক লাগানো একটা ছবি দেখলাম ফেসবুকে। অনলাইনের কল্যানে অনেক ভাইয়ের ভালোবাসা পেয়েছি, যাঁদের সাথে বাস্তব জীবনে কোনোদিন দেখা হওয়াও হয়তো সম্ভব হতো না। এমনকি অনেকের সাথে ৫/৬ বছরের সম্পর্ক অথচ আজও দেখা হয় নি হয়তো হবেও না কোনোদিন তাইবলে সম্পর্কের ঘাটতি হয়না কখনো। বড় থেকে ছোট অনেকের সাথেই সম্পর্ক । কারো সাথে ভালোবাসার, কারো সাথে ভালোলাগার, কারো সাথে ঝগড়ার, কারো সাথে সহমতের, কারো সাথে দ্বিমতের, কারো সাথে মান্যতার , কারো সাথে অমান্যতার আবার কারো সাথে এমনিই । মিছবাহকে যদি ইনবক্সে কোন অনুরোধ করি আজ পর্যন্ত আমাকে ফিরিয়ে দেননি। উনার মতের বিরুদ্ধে যাওয়ার পরও কথা রেখেছেন।


মুহতারাম মিছবাহ ভাই হকের কন্ঠস্মর। বাংলাদেশের আনাচে-কানাচে, গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে যে কয়জন বক্তা হক নিয়ে উচ্চকন্ঠে কথা বলেন তিনি তাঁদের অন্যতম একজন। বক্তৃতার মঞ্চের পাশাপাশি উনি একজন সচেতন ও সক্রিয় রাজনীতিবিদ। লেখক ও অনুবাদক । স্বভাবতই উনার শত্রুর অভাব থাকবেনা। নাস্তিক, মুনাফেক, সুবিধাবাদী, ধর্মদ্রোহী, ধর্মবিদ্বেষী, রাজনৈতিক প্রতিপক্ষ, পরিবারের লোকজন এমনকি দলেও হয়তো উনার অনেক শত্রু তৈরি হয়েছে।


বাংলাদেশে আমরা জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হই। এটা আমাদের মাইন্ডসেটাপ হয়ে গেছে। সহজ কথায় ‘নিজের জন্য সবই হালাল এবং অপরের জন্য সবই হারাম’ বা ‘আমরা ওলি আওলিয়া আর তারা কাফির’ ফলে আমরা প্রতিপক্ষকে পরাজিত করতে ছোটবড় সকল পথই অবলম্বন করি এবং এই কাজকে ঈমানের অংশ ও দ্বিনি দায়িত্ব কর্তব্য মনে করে করি এবং আশাকরি এর ফলে আমরা বিশাল সোওয়াবের মালিক হবো ! ক্রস ফায়ার যেমন আগের সরকারের সময়ের আবিষ্কার তেমনি গুম বর্তমানের আবিষ্কার। একজন মানুষ হঠাত করে নাই হয়ে গেল ! এমনভাবে নাই হয়ে যায় যে আর কোনোদিন কোন হদিস পাওয়া যায় না ! সময়টা এতোটাই ভয়াবহ যে জনগণকে বলতে হচ্ছে ‘ আমারা লাশ ফেরত চাই ‘ ।। আহ !! আল্লাহ হেফাজত না করলে আমাদের আর কোন উপায় বাকি নেই।

যাদুটোনা গুম পেছনে আঘাতকরা এসব কাপুরুষ, দুর্বল কিন্তু পিশাচ স্বভাবী ছোটলোকদের কাজ।

আল্লাহ মিছবাহ ভাইকে সুস্থ করেদিন। যাদুটোনা খারাপ নজর থেকে হেফাজত করুণ।

আমিন

মন্তব্য করুন