আল্লামা তকী উসমানী সমীপে সাঈদ আহমদ পালনপুরীর সশ্রদ্ধ অভিবাদন

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

পাবলিক ভয়েস: দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতী সাঈদ আহমদ পালনপুরী তার নিজস্ব প্যাডে আল্লামা তাকী উসমানীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং মহান রবের শুকরিয়া আদায় করত জাস্টিস আল্লামা তকী উসমানী সমীপে একটি সশ্রদ্ধ অভিবাদন পত্র প্রেরণ করেন।

পত্রে তিনি লিখেন-

 


বিসমিল্লাহির রাহমানির রাহিম!

হাজারো প্রাণ আপনার উপর কোরবান, মুসলিম উম্মাহর নেতা, শাইখুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ তকী উসমানী সাহেব হাফিজাহুল্লাহ’র সমীপে অভিবাদন। আপনি মুসলিম উম্মাহর অনেক বড় সম্পদ, আর সম্পদের প্রতি চোরের দৃষ্টি সর্বদায় নিবিষ্ট থাকে। কিন্তু আল্লাহ তায়ালা যিনি উত্তম রক্ষাকারী, আরহামুর রাহীমীন আপনার আপাদমস্তক শত্রুদের আক্রমণ থেকে হেফাজত করেছেন । আমরা আরহামুর রাহীমীন এর কৃতজ্ঞতা আদায় করছি।


সাঈদ আহমদ পালনপুরী
খাদেম দারুল উলুম দেওবন্দ

মন্তব্য করুন