কুড়িগ্রামে জমি অধিগ্রহণ না করে নদি খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

মো: জুয়েল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের জমি অধিগ্রহন না করে বুড়িগঙ্গা ও তিস্তা নদি খনন করার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নদির দুই পাড়ের ক্ষতিগ্রস্থ কৃষকরা।

মঙ্গলবার ( ২এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন কৃষকরা। উলিপুর উপজেলার বুড়িগঙ্গা ও তিস্তা নদির পাড়ের প্রায় দুই শতাধিক কৃষক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, মালিকানাভূক্ত নীচু আবাদি জমিতে ৭০ থেকে ৮০ বছর ধরে চাষাবাদ করে পরিবারের ভরণ-পোষন মেটাচ্ছে তারা। এই জমিতে হাজার হাজার মন ফসল পাচ্ছে। খনন করা হলে জমি হারিয়ে না খেয়ে থাকতে হবে তাদের। এজন্য দখলী ও রেকর্ডভূক্ত জমিতে খনন কার্য বন্ধের জোড় দাবিও জানিয়েছেন তারা।

মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শরিফুল হক, আব্দুল হাই, নুর ইসলাম, রফিকুল প্রমুখ।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন