
মো. জুয়েল রানা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে কয়লা ভর্তি ট্রাক উল্টে পড়ে ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার ( ২ এপ্রিল) কুড়িগ্রাম পৌর এলাকার মাস্টারের হাট রোডের ‘সি এন্ড বি’ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকটি উল্টে রাস্তার পাশের একটি বাড়ির ওপর পড়লে ওই বাড়ির গৃহিণী জমিলা খাতুন (৫০) ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়লা ভর্তি ট্রাকটি মেসার্স এএনবি বিক্সস নামক ইট ভাটা যাওয়ার পথে মো. গেন্দাল আলীর বাড়ির ওপর উল্টে পড়ে। এতে গোন্দাল আলীর বাড়ি ভেঙে যায়। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
ভূক্তভোগিদের পারিবারিক সূত্রে জানা যায়, অন্তত ৭০ হাজার টাকার মম্পদ নষ্ট হয়েছে তাদের।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক।
আইএ/পাবলিক ভয়েস

