

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মুফতী সৈয়দ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) একজন উস্তাদ, দক্ষিণবঙ্গের প্রবীণ আলেম মাওলানা আ. রহিম এক ভিডিও বার্তায় জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানীর এক বক্তব্যকে কেন্দ্র করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।
মাওলানা খাদিমানি চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীমের শিক্ষা জীবন নিয়ে দেয়া বিষদগারমূলক বক্তব্যের জবাবে তিনি বলেন “পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমকে হেদায়াতুন নাহু ক্লাশ থেকে কামিল ক্লাশ পর্যন্ত আমি পড়িয়েছি। তাঁর বর্ণীল শিক্ষা জীবন সম্পর্কে আমি জানি। তিনি কামিল হাদিস ও ফিকাহ গ্রুপে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। সেখান থেকেই উনাকে মুফতী বলা হয়”। মুফতী রেজাউল করীম ১৯৯১ সালে চরমোনাই আলিয়া থেকে কামিল ও বরিশাল সাগরদী আলিয়া থেকে ফিকহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ইফতা ও হাদিসের দরস সম্পন্ন করেছেন।
চরমোনাই পীরের উস্তাদের বক্তব্যের ভিডিও দেখতে ক্লিক করুন
আরও পড়ুন :
চরমোনাই পীরের শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাজীবনে কোনো ক্লাসে পাশ করেননি চরমোনাইর পীর : জমিয়ত নেতা