
পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী আনোয়ার টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে মেশিনারিজ, আসবাবপত্র, তৈরিকৃত কাপড়, সুতা ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুস ছাত্তারের মালিকানাধীন এ টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে প্রতিষ্ঠানের আসবাবপত্র, মেশিনারিজ, তৈরিকৃত কাপড় ও সুতাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক আব্দুস ছাত্তার।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার জানান, সময়মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

