

তান্নি’স কালেকশন; দুই বোনের এগিয়ে যাওয়ার অদম্য গল্প
এম ওমর ফারুক আজাদ:
“নারী জাতি অবলা” জানিনা যুগ যুগ ধরে চলে আসা এ প্রবাদের যৌক্তিকতা কতটুকু। তবে প্রযুক্তির এই যুগে অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। অদম্য সাহস আর এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় থাকলে নারীরা যে অনেক সময় অলস পুরুষকেও পেছনে ফেলে তার প্রমাণ তান্নি চৌধুরী। ব্যক্তিগতভাবে তিনি একজন প্রতিভাবান লিখক ও কবি। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে গল্প-কবিতা প্রকাশের পাশাপাশি ইতোমধ্যে বইমেলায় প্রকাশিত হয়ে তার দুইটি বই।
আল্লাহ তাকে মেধা আর বহুধা গুণের সম্পদ দিলেও পায়ের ইনজুরির কারণে হাটতে পারেন না। হুইল চেয়ারই তার চলার পদশক্তি। কিন্তু তা দমিয়ে রাখতে পারেনি তান্নিকে। এগিয়ে যাবার প্রত্যয়ে অদম্য সাহস আর ইচ্ছে শক্তি নিয়ে শুরু করেছেন গার্লস আইটেমের ব্যতিক্রম শপ। চট্টগ্রাম শহরের লাভলেইন বৌদ্ধমন্দির, নন্দনকাননে প্রতিষ্টিত এই শপ’র নাম তান্নি’স কালেকশন।
চট্টগ্রামের অজপাড়া গাঁ বাঁশখালীর মেয়ে দুই বোন তান্নি ও মুন্নি চৌধুরীর সম্মিলিত প্রয়াসে ইতোমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে শুরু হওয়া এই হাউস অনলাইন অর্ডারের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে পছন্দের পণ্য। মূলত লেডিস আইটেমের বাহারী পণ্যের সমারোহ নিয়ে সাজানো হয়েছে তান্নি’স কালেকশন।বাংলাদেশে উৎপাদিত সেরা সব পোশাক ছাড়াও কাশ্মীর, গুজরাট, আমবারস, করাচি থেকে ড্রেস ইম্পোর্ট করে তান্নি’স কালেকশন । এছাড়াও ড্রেস সেলের পাশাপাশি রয়েছে ‘মেহেদী ফেস্টিভ্যাল সমাহার’, যেখানে কোনো উৎসব, আয়োজন কিংবা বিয়ের মেহেদী প্যাকেজ। পন্যের অনলাইন অর্ডার করা যাবে তাদের ফেসবুক পেজ tanni’s collection এ মেসেজ অথবা 01979-200705 নম্বরে কল করার মাধ্যমে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উদ্যোক্তা তান্নি চৌধুরী পাবলিক ভয়েসকে বলেন- ‘যেকোন উদ্যোগের শুরুতে দরকার পারিপার্শ্বিকতা ও সক্ষমতাকে কাজে লাগানো। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি। আমার সাথে আছেন আমার আপু মুন্নি আহমেদ চৌধুরী । শুরু হতেই আমরা সাড়া পাচ্ছি। গ্রাহকদের সাড়ায় আমরা সত্যিই অভিভূত। আমরা মূলত লেডিস আইটেম থ্রিপিস, টপস, গহনা, পাথর সেট, হিজাব, গেঞ্জি প্রভৃতি রুচিশীল পণ্য সরবরাহ করছি। এসব পণ্য অনলাইন অর্ডারের মাধ্যমে চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করে থাকি। এছাড়াও দেশের স্বনামধন্য ব্রান্ডের পণ্যগুলোও আমরা ভোক্তাদের কাছে চাহিদামাফিক পৌঁছে দিই।’
এমন উদ্যোগের কারণ জানতে চাইলে তিনি বলেন- ‘ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতাও দায়ী কারণ অনেক সময় চটকদার বিজ্ঞাপন ও আকর্ষণীয় মোড়কের মানহীন পণ্য কিনে আমরা প্রতিনিয়ত ঠকে যাচ্ছি। সততা ও রুচিবোধের সমন্বয়ে কম দামে মানসম্মত পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয়াই আমাদের লক্ষ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন- ‘আমরা আপাতত অনলাইন অর্ডার নেয়ার মাধ্যমে কুরিয়ার এবং সরাসরি পাইকারি ও খুচরা বিক্রি করছি। ভবিষ্যতে রাজধানী ঢাকাতেও শাখা চালু করার ইচ্ছা আছে। এছাড়াও শপ’র মার্কেটিং বিভাগের সার্বিক দেখাশোনা করছেন তার ভাই সোহরাব হোসাইন চৌধুরী।