চবিতে ক্যাম্পাস বাজার শুভ উদ্বোধন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের দক্ষিণ পাশ্বের নবনির্মিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাজার’ শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, এস্টেট শাখার প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রধান প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার উদ্বোধন অনুষ্ঠানে চবি উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবস্থানগত কারণে চট্টগ্রাম শহর এবং আশেপাশের বাজার থেকে একটু দূরে অবস্থিত হওয়ায় এখানে বসবাসরত সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা বিশেষকরে বাজার সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে এ সমস্যাকে গভীরভাবে চিন্তা করে এর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করে। এরই ফলশ্রুতিতে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে চবি ক্যাম্পাসে একটি সুন্দর ও মনোরম পরিবেশে বাজার বসানোর উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের ফলে বহুল প্রত্যাশিত এই বাজারের যাত্রা আজ থেকে শুরু হলো।

এখন থেকে এ এলাকার আশেপাশের মানুষদের বিভিন্ন জিনিসপত্রের বিক্রির যেমন অবাধ সুযোগ সৃষ্টি হলো তেমনি ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য কেনাকাটার সুযোগ অবারিত হলো। উপাচার্য পারস্পরিক সহনশীল মনোভাব ও আচার-আচরণের মাধ্যমে সৌহার্দ, সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে অটুট থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন