নড়াইলে আধিপত্য নিয়ে ১ জনকে হত্যা, আটক ৫

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম শিকদার (৬০) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে ইউনিয়নের তারাশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম ওই গ্রামের মাজেদ শিকদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার মোল্যা ও বরকত পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

পরদিন বেলা ১১টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বরকত পক্ষের গোলাম শিকদার নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।

এদিকে বরকত পক্ষের লোকজন জানান, গত ২৪ মার্চ (রোববার) অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তাদের দাবি, নৌকা প্রতীকের সমর্থক গোলাম শিকদারকে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহ্বায়ক বিপ্লব বিশ্বাস বিলোর (আনারস প্রতীক) সমর্থকেরা কুপিয়ে হত্যা করেছে।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নির্বাচনী সহিংসতায় নয়, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন