
পাবলিক ভয়েস: বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি এসি বাস থেকে ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলারসহ দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলো- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইকবাল হোসেন (৩৯) ও ঢাকা যাত্রাবাড়ির আগামসি এলাকার আজিম মিয়ার ছেলে জাকির হোসেন (৩৮)। ইকবালের পাসপোর্ট নং-বিই-০২৫৭০৫৩ আর জাকিরের পাসপোর্ট নং-বিএন-০০৭৩২৯০।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ডলার নিয়ে দুই ব্যক্তি ভারত থেকে আসছে- এমন গোপন সংবাদ পেয়ে আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে একটি দল ঢাকাগামী রয়েল পরিবহনের (ঢাকা-মেট্রো-১১-৮৭৯০) একটি বাস থেকে ইকবাল হোসেন ও জাকির হোসেনকে আটক করে।
পরে তাদের শরীর তল্লাশি করে পায়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

