মরুর দেশ ওমানে স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজন-উদযাপন

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯
বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়েছে বিদেশীরাও

বাইজিদ আল-হাসান, ওমান প্রতিনিধি:

ওমানের বাংলাদেশের দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের বিভিন্ন দেশে ছিলো নানা আয়োজন। যথাযথ মর্যাদায় ওমানের বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ঐ দিনের শুরুতেই দূতাবাস চত্বরে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি অভিবাসীরা উপস্থিত ছিলেন।

ওমানের দূতাবাসে স্বাধীনতা দিবসের আয়োজন

৪৯তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয় ওমানের বাংলাদেশ দূতাবাসে। দ্বিতীয় সচিব মোহাম্মদ আনোয়ার এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মোহাম্মাদ নাহিদ ইসলাম, লেবার কাউন্সিলর সুজাউল হক, পাসপোর্ট অফিসার আবু সাঈদ ও বিশিষ্ট ব্যবসায়ীরা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম গোলাম সরওয়ার গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীরশহীদকে। স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

ওমানের বাংলাদেশি দূতাবাসে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়েছিল। স্বাধীনতার ৪৮ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে ওমানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের সাথে ওমানের বিপুল পরিমাণ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেন, ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রকম সেবা দ্রুত ও সহজে প্রদান করার জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূত ওমানের অভিবাসী বাংলাদেশিদের ওমানের আইনকানুন মেনে চলার বিশেষ অনুরোধ করেন।

দূতাবাসের প্রধান মোহাম্মাদ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ওমানের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার হচ্ছে।

এ সময় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীরশহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ওমানের বাংলাদেশ স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস উদযাপন

ওমানের বাংলাদেশী স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস উদযাপন

৪৯তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে ওমানের বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহামে প্রতিবছরই ঘটা করে পালন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল এমএস ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল বাদি গ্রুপের জেনারেল ম্যানেজার শেখ নাসের উবেদ আল-বাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান।

জানে আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক জয়রাম কান্তি দে ও নাসিম ইকবাল প্রমুখ। এ সময় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো বিজ্ঞান মেলার ৩০ টি ইভেন্ট ও বিজনেস ফিস্টের ১৭ টি ইভেন্ট। এছাড়াও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে সকল অতিথিদের।

ওমানের বাংলাদেশ স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস উদযাপনের ছবি

স্বাধীনতা দিবসের আয়োজনে পুরস্কার গ্রহণ করছে বিজয়ীরা

স্বাধীনতা দিবসের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করছেন বিজয়ীরা

ওমানের স্থানীয়রা অংশ নিয়েছে স্বাধীনতা দিবসের আয়োজনে

ওমানের স্থানীয়রা অংশ নিয়েছে স্বাধীনতা দিবসের আয়োজনে

মন্তব্য করুন